ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর আউট, কবির ইন !

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও ভুঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ কবির আহমেদ ভুঁইয়া ও ডানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও ভুঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ কবির আহমেদ ভুঁইয়া। এ সংক্রান্ত একটি খবর রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আলহাজ কবির আহমেদ ভুঁইয়ার অনুসারীরা বিএনপির মনোনয়নপত্রের ছবি ও কবির আহমেদ ভুঁইয়ার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করা হয়। বিএনপি নেতা কবির আহমেদ ভুঁইয়াও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিষয়টি আমার জানা নেই। আমিও ফেসবুকে দেখেছি। ফেসবুকে দেওয়া কবির আহমেদ ভুঁইয়ার মনোনয়নপত্রে ‘সংযুক্তি-২’ লেখা আছে। এর আগে, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের নাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। রোববার (

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর আউট, কবির ইন !

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও ভুঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ কবির আহমেদ ভুঁইয়া ও ডানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও ভুঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ কবির আহমেদ ভুঁইয়া। এ সংক্রান্ত একটি খবর রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আলহাজ কবির আহমেদ ভুঁইয়ার অনুসারীরা বিএনপির মনোনয়নপত্রের ছবি ও কবির আহমেদ ভুঁইয়ার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করা হয়।

বিএনপি নেতা কবির আহমেদ ভুঁইয়াও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিষয়টি আমার জানা নেই। আমিও ফেসবুকে দেখেছি। ফেসবুকে দেওয়া কবির আহমেদ ভুঁইয়ার মনোনয়নপত্রে ‘সংযুক্তি-২’ লেখা আছে। এর আগে, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের নাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর থেকেই কবির আহমেদ ভুঁইয়ার অনুসারীরা আলহামদুলিল্লাহ লিখে মনোনয়নপত্র ও কবির আহমেদ ভুঁইয়ার ছবি দিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করেন।

এ ব্যাপারে সাংবাদিকরা কবির আহমেদ ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি মনোনয়ন পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আলহামদুলিল্লাহ। আমি মনোনয়ন পেয়েছি, ১৭ বছর নেতা-কর্মীদের পাশে ছিলাম। দল আমাকে মূল্যায়ন করেছে। তিনি মনোনয়ন প্রদানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাই কমান্ডের কাছে কৃতজ্ঞতা জানান।

এ ব্যাপারে বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিষয়টি আমার জানা নেই। আমিও ফেসবুকে দেখেছি। ফেসবুকে দেওয়া কবির আহমেদ ভুঁইয়ার মনোনয়নপত্রে ‘সংযুক্তি-২’ লেখা আছে। তিনি বলেন, বিষয়টি আমি নিশ্চিত নই, বিকল্প প্রার্থী হিসেবে দল তাকে মনোনয়ন দিয়ে থাকতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow