ব্রাহ্মণবাড়িয়ার নাবিল ডাক পেয়েছেন কাতার জাতীয় ফুটবল দলে

2 months ago 39

কাতারের স্টার্স লিগের ক্লাব আল-ওয়াকরাহ এসসিতে খেলেন নাবিল ইরফান। দেশটির অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার এই যুবক। এবার তিনি ডাক পেয়েছেন কাতার জাতীয় দলের ক্যাম্পে। বিশ্বকাপ বাছাইয়ে ইরান ও উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য কাতারের স্প্যানিশ কোচ হুলেন লোপেতগুই দলে রেখেছেন নাবিলকে।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিল ইরফানকে দলে ডাকার বিষয়টি গুরুত্বের সাথেই প্রচার করা হয়েছে। ২১ বছর বয়সী এই রাইট ব্যাক ২০২১ সাল থেকে খেলছে আল-ওয়াকরাহ এসসিতে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই বেশি দেখা যায় বাংলাদেশের এই যুবককে।

বাংলাদেশের অনেক ফুটবলার বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে খেলে থাকেন। হামজা চৌধুরী, শামিত সোম, ফাহামিদুল ইসলামরা তো বাংলাদেশ জাতীয় দলের অংশই হয়ে গেছেন। বাফুফে আরো প্রবাসী ফুটবলার দলে নেওয়ার পরিকল্পনা করছে।

নাবিল ইরফান কাতার জাতীয় দলে ডাক পেয়ে আলোচনায় এসেছেন। এরই মধ্যে কাতার প্রবাসী এই ফুটবলারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম হয়ে উঠেছে।

আরআই/এমএমআর/জেআইএম

Read Entire Article