ব্রাহ্মণবাড়িয়ায় দুই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

17 hours ago 8

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার হয়েছে। এতে করে বুধবার (২০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছোটহরণ নামক এলাকায় ঢাকাগামী লাইনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে ডাউন লাইনে ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী একটি ট্রেন ঢাকায় যাচ্ছিল। পথে ছোটহরণ নামক এলাকায় এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে করে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে মেরামত করার পর আপ-ডাউনে লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আবুল হাসনাত মো. রাফি/ইএ

Read Entire Article