ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১০ 

3 months ago 10

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘরে হামলা চালিয়ে উভয়পক্ষের ১০/১২টি বাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৩ মে) সকালে সদর উপজেলার নাটাই ইউনিয়নের চান্দের বাড়ি ও ছলিম বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ছলিম বাড়ির শহিদ মিয়ার ছেলে চান্দের বাড়িতে বসে সোমবার রাতে কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিল। এ সময় চান্দের বাড়ির লোকজন তাতে বাধা দিলে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সোমবার (১২ মে) রাতেই দুপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চান্দের বাড়ি ও ছলিম বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে উভয়পক্ষের ১০/১২টি বাড়িতে ভাঙচুর চালায়। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
 

Read Entire Article