ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

2 months ago 34
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২ কোটি টাকার বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উন্নতমানের ছয় হাজার ১১০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য দুই কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে যে কোনো প্রকার চোরাচালানি মালামাল যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর। অবৈধ চোরাচালানি মালামাল আটকে আমাদের অভিযান চলমান থাকবে।
Read Entire Article