আগের দিনই লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় ব্যাটার শুবমান গিল। বলেছিলেন, ব্রিজবেন টেস্টকে সিরিজের ফাইনাল ভেবেই খেলবেন তারা। অস্ট্রেলিয়া মুখে কিছু না বললেও ভিন্ন কিছু ভাবেনি নিশ্চয়ই। শুবমানের হুংকারের পর ক্রিকেটের দুই মহারথীর লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে ছিলেন ভক্তরাও। অপেক্ষায় ছিলেন প্রথম দিনে কারা দাপট দেখাতে পারে।
কিন্তু ভক্ত-সমর্থকদের হতাশ করলো বৃষ্টি। মুষলধারে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা হয়েছে মাত্র ১৩.২ ওভার। দর্শকরা যেন ক্ষতির সম্মুখীন না হন, সেজন্য টিকেটের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আজ শনিবার ব্রিজবেনের আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। পিচের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নেয় ভারত। ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়াকে। যদিও শেষ পর্যন্ত সুবিধা আদায় করতে পারেননি রোহিত শর্মারা। ১৩.২ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান করেছে অস্ট্রেলিয়া।
বিস্তারিত আসছে...
এমএইচ/এমএস