রাজধানীর টঙ্গী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী হায়দ্রাবাদ ব্রিজে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) এই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) ছোটন শর্মা জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে হায়দ্রাবাদ ব্রিজে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সকালে এক নারী হাঁটার সময় ওই ব্রিজে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে ৯৯৯ ফোন দিয়ে আমাদের খবর দিলে মরদেহ উদ্ধার করি। ওই ব্যক্তির পরনে ছিল গ্রামীণ চেক ফুল হাতা শার্ট ও কমলা রঙের গোল গোলা গেঞ্জি ও নিল জিন্স প্যান্ট। শরীরের বিভিন্ন অঙ্গে জখম ও মাথার মগজ বের হওয়া ছিল।
ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।
কাজী আল-আমিন/এমআইএইচএস/এএসএম