ব্লাক মানির ফার্স্ট লুক প্রকাশ

3 weeks ago 19

প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি। নাম ‘ব্লাক মানি’। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। সিরিজটি প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গতে স্ট্রিমিং হবে।    

এর আগে এই সিরিজের একটি থিম পোস্টার প্রকাশিত হয়। যেখানে দেখানো হয় একটি আবদ্ধ ঘর, পুরানো আলমারি, টেবিল। আর সেই ঘরভর্তি শুধু টাকার নোট, যা নিয়ে এগিয়ে যাবে গল্প। 

সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নায় রুবেল ও নায়িকা পূজা চেরী। এ  ছাড়া বিভিন্ন চরিত্রে আরও আছেন সালাউদ্দিন লাভলু, পাভেল, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ারসহ অনেকে। তবে সিরিজটি কবে প্রকাশ হবে তা জানানো হয়নি। 

Read Entire Article