বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

1 week ago 16
উয়েফা সুপার কাপের বর্তমান ফরম্যাটে বড় ধরনের পরিবর্তনের চিন্তা করছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীদের মধ্যকার এক ম্যাচের বদলে এবার চার দলের প্রতিযোগিতায় রূপ দিতে চায় তারা—যার ভেন্যু হতে পারে যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্য। বর্তমানে সুপার কাপ বছরে একবার হয়, যেখানে মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন। প্রস্তাবিত পরিকল্পনায় যুক্ত হতে পারে কনফারেন্স লিগ জয়ীসহ অন্য ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপাধারীরাও। একাধিক ম্যাচ নিয়ে আয়োজিত এই নতুন টুর্নামেন্ট হতে পারে মৌসুম শুরুর ‘কার্টেন রেইজার’। উয়েফার পরিকল্পনায় টুর্নামেন্টটি প্রথমবারের মতো ইউরোপের বাইরে আয়োজনের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বড় স্টেডিয়ামগুলো সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে। সম্প্রতি উয়েফা সভাপতি আলেক্সান্ডার চেফেরিন জানিয়েছেন, ইউরোপের বড় ক্লাব ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজন ‘সম্ভব’। স্পেন ইতোমধ্যেই ২০২০ সাল থেকে চার দলের সুপার কাপ সৌদি আরবে আয়োজন করছে। এবারের সুপার কাপ ফাইনাল হচ্ছে ইতালির উদিনের স্টাদিও ফ্রিউলিতে, যেখানে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও টটেনহ্যাম হটস্পার। ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুই ছিল এবারের একমাত্র বিডার—যা ইউরোপের কিছু শহরের অনাগ্রহের প্রমাণ বলে মনে করছেন অনেকে। প্রথম উয়েফা সুপার কাপ অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে আয়াক্স ও এসি মিলানের মধ্যে। তখন এটি দুই লেগে আয়োজন করা হতো, যা ১৯৯৮ সাল থেকে একক নিরপেক্ষ ভেন্যুতে চলে আসে। নতুন ফরম্যাটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী মিডিয়া রাইটস বিডিং রাউন্ডের আগে। অনুমোদন মিললে ২০২৬-২৭ মৌসুমেই চার দলের সুপার কাপ অভিষেক হতে পারে—যা সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের বাইরে হবে।
Read Entire Article