বড় ভাইয়ের কাঁধে চড়ে নদী পার হচ্ছিল নাজিম, অতঃপর...

3 weeks ago 12

রংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে নাজিম নামের এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ নাজিম (৭) উজানপাড়া গ্রামের আশা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, স্বাধীন (১৪) ও নাজিম (৭) দুই ভাই ঘাঘট নদীর পাড়ে একটি কলাবাগানে কলা খেতে গিয়েছিল। কলা খেয়ে নদী পাড় হওয়ার সময় ছোটভাই নাজিমকে কাঁধে করে নদী পাড় করার চেষ্টা করে স্বাধীন। নদীতে পানি বেশি থাকায় সে মাঝপথে ভারসাম্য হারিয়ে ফেলে। এ সময় ছোটভাই নাজিম ডুবে যায়। স্বাধীন তীরে পৌঁছে চিৎকার দিয়ে ঘটনা সবাইকে জানায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। তবে ঘটনার প্রায় ২ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশু নাজিমের কোনো খোঁজ মেলেনি।

পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মিজানুর রহমান কালবেলাকে বলেন, ডুবুরি দল রংপুর থেকে আসায় তাদের উদ্ধার অভিযান শুরু করতে একটু দেরি হয়েছে। তবে তারা শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

Read Entire Article