বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই নিহত

3 months ago 10

ফরিদপুরে সদর উপজেলায় বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই কাইয়ুম হাওলাদার (২০) নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।

নিহত কাইয়ুম সদর উপজেলার ইছাইল গ্রামের ইউনুছ হাওলাদারের ছোট ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চা-সিগারেটের দোকান করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি কাইয়ুম বিদেশ যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। এজন্য তাকে পরিবারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেন তার বাবা-মা। এ নিয়ে বড় ভাই রহিম হাওলাদারের সঙ্গে পরিবারে বিরোধ বাধে। বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের বাকবিতণ্ডার একপর্যায়ে কাইয়ুমের পেটে ধারালো কাস্তে (কাচি) দিয়ে আঘাত করেন রহিম।

গুরুতর আহতাবস্থায় কাইয়ুমকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম

Read Entire Article