বড় মিছিল নিয়ে শাহবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ

3 months ago 36

বড় এক মিছিল নিয়ে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে যোগ দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের নেতৃত্বে এই মিছিল শাহবাগ আসে।

শনিবার (১০ মে) বিকেলে শাহবাগে যোগ দেন দলটির নেতাকর্মীরা।

মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ প্রবেশ করে। পরে শাহবাগে আন্দোলনরতদের সম্মুখে বক্তব্য দেন তারা। বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, এ দেশের জনগণ ৫ আগস্ট এ দেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এখনো আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করা জুলাইয়ের চেতনার সঙ্গে প্রতারণার শামিল।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস বলেন, যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই আওয়ামী লীগ গণহত্যাকারী দল, তারা টাকা পাচারকারী দল। এ দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।

Read Entire Article