ছাদকৃষি ছড়িয়ে পড়েছে সারা দেশেই। বড় শহরগুলো থেকে জেলা-উপজেলা শহরেও পৌঁছে যাচ্ছে এ আন্দোলন। শহরাঞ্চলের নাগরিকরা অনুধাবন করছেন, শহরের বিস্তারে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, ভবনের উপরিভাগে সবুজ করার মাধ্যমে তেমনি সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায়। এ তাগিদ থেকেই মুন্সিগঞ্জের ডাক্তার শফিকুর রহমান তার বাসভবনের ছাদটিকে সাজিয়েছেন কৃষি আয়োজনে।
The post বড় শহরগুলো থেকে জেলা-উপজেলা শহরেও পৌঁছে যাচ্ছে ছাদকৃষি appeared first on চ্যানেল আই অনলাইন.