ভাইরাল সেই আহমদ শাহর ছোট ভাই মারা গেল যেভাবে

1 hour ago 2

পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহ’র ছোট ভাই উমের শাহ মারা গেছে। বিষয়টি পরিবার ও স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। আহমদ শাহ’র অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে জানানো হয়— পরিবারের ছোট্ট উজ্জ্বল তারা উমের আল্লাহর কাছে ফিরে গেছেন। সবাই তার আত্মার মাগফেরাত ও পরিবারের জন্য দোয়া করবেন।

শাহ পরিবারের ঘনিষ্ঠ খ্যাতনামা টেলিভিশন অ্যানকার ওসম বদামি জানিয়েছেন ফজরের নামাজের সময়ই উমের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, হঠাৎ বমি করার পর তা ফুসফুসে ঢুকে শ্বাসনালী বন্ধ হয়ে যায়। অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা এই অবস্থাকে ‘আস্পিরেশন’ বলে উল্লেখ করেছেন, যেখানে পেটের উপাদান ফুসফুসে চলে গেলে মিনিটের মধ্যেই অক্সিজেন ঘাটতি তৈরি হয়ে প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হয়।

উমের শাহ’র মৃত্যুতে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা শোকাহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ শোকবার্তা ও সমবেদনা জানিয়েছেন।

‘পাঠান কা বাচ্চা’ খ্যাত আহমদ শাহ প্রথম আলোচনায় আসেন টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে। তার মুখের বুলি—‘পিছে দেখো, পিছে’— অল্প সময়েই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। গোলগাল চেহারা আর হাসিখুশি স্বভাবের কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছোট ভাই উমেরও প্রায়ই তার সঙ্গে ভিডিওতে হাজির হতেন। 

Read Entire Article