সবসময় প্রাণবন্ত থাকা মানুষ খুব কমই দেখা যায়। প্রতিকূলতা যাদের হাসি থামাতে পারে না, যারা জীবনকে চাইলেই আনন্দময় করে নিতে জানে, রিয়াদ তেমন একজন মানুষ। পর্দায় এমনই চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে।
প্রাণখোলা, হিউমার পছন্দ, বন্ধুপ্রিয় এই রিয়াদের জীবনে আসে শ্রাবণী। কিন্তু শ্রাবণী একেবারেই রিয়াদের বিপরীত। তার মেজাজ ঠিক যেন শ্রাবণের আকাশ। একসময় রোদ, একসময় ঝড়-বৃষ্টি। আবেগপ্রবণ এই নারীর চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।
এই দুই ভিন্নধর্মী চরিত্রকে নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ভালো থেকো’। প্রেম, দাম্পত্য এবং বিচ্ছেদের জটিল অনুভূতিতে মোড়ানো গল্পটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন কান্তি ভূষণ তরফদার।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘নিয়তির এক অদ্ভুত চাল! দুজন দুই প্রান্তের মানুষ, কিন্তু কক্সবাজার ভ্রমণে গিয়ে এক আকস্মিক সাক্ষাৎ। সেখান থেকেই শুরু পরিচয়, প্রেম, তারপর বিয়ে। ওদের গল্পটাও হয়তো অন্য দশটা কাপলের মতো ‘সব শেষে সুখে-শান্তিতে বসবাস’ টাইপের হতে পারতো। কিন্তু বাস্তবতা যেমন জটিল, তেমনি নিয়তির কারসাজিও! গল্পে আসে অন্য মোড়।’
‘ভালো থেকো’ নাটকে ইয়াশ-তটিনীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু, পরিবেশনায় রয়েছে সিএমভি।
প্রযোজক জানান, এবারের ঈদে ‘সিএমভি’র ব্যানারে মুক্তি পাবে মোট ১২টি নাটক। এর মধ্যে অন্যতম বিশেষ কাজ হিসেবে ‘ভালো থেকো’ প্রকাশ হবে চাঁদরাত থেকেই, ‘সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
এলআইএ/এমএমএফ/জেআইএম

 4 months ago
                        14
                        4 months ago
                        14
                    








 English (US)  ·
                        English (US)  ·