ভাঙা ঘর থেকে এভারেস্টের চূড়ায় শাকিল, গর্বিত এলাকাবাসী

3 months ago 36

শত শত কিলোমিটার পথ পায়ে হেঁটে কক্সবাজার থেকে গিয়ে এভারেস্ট জয়ে বিশ্ব রেকর্ড করা ইকরামুল হক শাকিলকে নিয়ে উচ্ছ্বসিত তার পরিবার ও এলাকাবাসী। সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছেন তিনি। এতে এলাকার মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা।

শাকিলের এভারেস্ট জয়ের খবর পেয়ে গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় তার গ্রামের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছে। অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন ইকরামুল হক শাকিলের পরিবার।
কৃষক পরিবারের সন্তান ইকরামুল হক শাকিলের এ জয়ে শুধু পরিবারই না, এলাকাবাসীও তাকে নিয়ে গর্ববোধ করছেন।

সোমবার (১৯ মে) বিকেলে শাকিলের এভারেস্ট জয়ের খবর এলাকায় পৌঁছালে তার বাড়িতে ভিড় করেন প্রতিবেশী ও স্বজনরা। দূরদূরান্ত থেকে আসে সাধারণ মানুষ। এসময় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। শাকিলের মা তাদের অশ্রুসিক্ত চোখে শাকিলের নানা গল্প শোনান।

৩৫ বছর বয়সী শাকিলের জন্ম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামে। এ গ্রামেই তার বেড়ে ওঠা। কৃষক বাবা খবির উদ্দিন ও গৃহিণী মা শিরিনা বেগমের বড় সন্তান শাকিল। দুই ভাই সজিব আহমেদ ও সাকিব আহমেদকে নিয়ে তাদের সংসার। ২০১৯ সালের বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন তার মা। বাবার রেখে যাওয়া কয়েক বিঘা জমি চাষ করেন তার ভাই সজিব আহমেদ। আরেক ভাই সাকিব স্থানীয় একটি কারখানার শ্রমিক।

আরও পড়ুন-

বাড়ির তিন কোণে তিনটি বসতঘর। উত্তরের ভিটার ঘরটি জীর্ণ ও দক্ষিণের ভিটার ঘরটিতে গবাদিপশু রাখেন, পূর্ব পাশের ঘরটিতে শাকিলের পরিবার বসবাস করে।

শাকিল স্থানীয় ৭নং বাগচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও জনতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর পিয়ার আলী কলেজ থেকে এইচএসসি পাস করেন। ছোট বয়স থেকেই লেখালেখি, বই পড়া ও ভ্রমণে বেশ আকৃষ্ট ছিলেন শাকিল। এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ ও ভ্রমণ বিষয়ক ৬টি বই লিখেছেন।

ভাঙা ঘর থেকে এভারেস্টের চূড়ায় শাকিল, গর্বিত এলাকাবাসী

শাকিলের মা শিরিনা আক্তার জানান, গত শুক্রবার রাতে শাকিলের সঙ্গে তার সবশেষ কথা হয়। এরপর থেকে তিনি বেশ চিন্তিত ছিলেন। সন্তানের চিন্তায় গত তিনদিন তার খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সন্তানের সফলতার জন্য ও সন্তানকে সুস্থভাবে ফিরিয়ে আনতে আল্লাহর কাছে দোয়া করেছেন। শাকিলের সফলতার খবর শুনে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।

প্রতিবেশী আরিফ হোসেন জানান, শাকিল ছোটবেলা থেকে বেশ মেধাবী। আমরা তাকে সবসময়ই আদর স্নেহ করতাম। আমরা দুপুরের পরপরই শাকিলের সফলতার খবরটি পেয়েছি। আমাদের বাগচালা গ্রামের সন্তান এভারেস্ট জয় করেছে, এতে আমরা খুব আনন্দিত ও গর্বিত। বিশ্বে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়েছেন আমাদের গ্রামের বাসিন্দা শাকিল। এতে আমরা উচ্ছ্বসিত।

প্রতিবেশী আব্দুর রাজ্জাক বলেন, শাকিল যে এই ভাঙা ঘর থেকে এত ওপরে উঠবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। শাকিলের জন্য আজ আমাদের গ্রামকে সারা বিশ্বের মানুষ চিনেছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ বলেন, শাকিলের এভারেস্ট বিজয়ের খবরটি আমি স্থানীয় গণমাধ্যম কর্মীর মাধ্যমে জানতে পেরেছি। শাকিলের এমন অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা শাকিলের সঙ্গে বিভিন্নভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

এফএ/জেআইএম

Read Entire Article