ভাঙ্গায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

2 months ago 35

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আগুনে দ্বগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আগুন দেখে বাঁচতে তারা দুজন দৌড়ে টয়লেটে গিয়ে আশ্রয় নেয়।

মৃতরা হলেন, ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামের সিদ্দিক মুন্সির ছেলে ইসমাইল মুন্সী (৪) ও তার নাতি ইয়াসিন মুন্সী (৩)। সম্পর্কে মৃতরা চাচা ভাতিজা।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। 

ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী জানান, রোববার দুপুরে সিদ্দিক মুন্সীর রান্নাঘরে হঠাৎ আগুন ধরে যায়। সেখানে তার স্ত্রী ছিল না। এ সময় আগুন দেখে দুই শিশু ইসমাইল ও ইয়াসিন দৌড়ে টয়লেটে আশ্রয় নেয়। তখন রান্নাঘরের আগুন নেভাতে এলাকাবাসী ব্যস্ত থাকেন। রান্না ঘরের পাশেই ছিল টয়লেট, সেদিকে কারো খেয়াল ছিল না। বসত ঘর বাঁচাতে রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে আনেন সবাই। 

রান্নাঘরের আগুন নেভাতে নেভাতে টয়লেটের টিনের বেড়াতে আগুন ধরে যায়। ভেতরে থাকা দুই শিশু ততক্ষণে পুড়ে যায়। আগুন নেভানের পর তাদেরকে খুঁজতে গিয়ে এলাকাবাসী দেখতে পায় শিশু দুটি অচেতন অবস্থায় পড়ে আছে। তখন তাদেরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতলে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকার ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যার পরে প্রথমে ইসমাইল এবং দুই ঘণ্টা পর ইয়াসিনও মারা যায়।

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, ইসমাইল নামের শিশুর শরীরের ৯০ শতাংশ দ্বগ্ধ হয়, এবং ইয়াসিনের ৭০ শতাংশ দ্বগ্ধ হয়।

Read Entire Article