ভাটারায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

3 hours ago 5

রাজধানী ভাটারায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় টেইলার্স ব্যবসায়ী ছিলেন।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে ভাটারা থানাধীন শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

আব্দুল মান্নানকে হাসপাতালে নিয়ে যাওয়া রফিকুল ইসলাম জানান, আব্দুল মান্নান বিকেলে সুবাস্তু টাওয়ারের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল মান্নানের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার পলাশপাড়া গ্রামে। বর্তমানে রাজধানীর হাজারীবাগের জিগাতলা তল্লাবাগ রোড এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/এমএস

Read Entire Article