ভাতিজার জানাজা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাচা
চট্টগ্রামের সীতাকুণ্ডে নাঈম নামের এক যুবকের জানাজা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তার চাচা রেজাউল হক। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে চাচার জানাজা শেষে ভাতিজার কবরের পাশে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের মধ্যেধারী এলাকায় এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। নাঈম (২০) ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও চাচা রেজাউল হক মৃত সিরাজুল হকের ছেলে।
জানা গেছে, রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিল্ডিংয়ের ছাদে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত হাতে থাকা রড ১১ কেভি বৈদ্যুতিক তারের সংস্পর্শে গুরুতর আহত হয় নাঈম (২০)। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যান।
ময়নাতদন্ত শেষে ভাতিজাকে বাড়ি নিয়ে এসে মঙ্গলবার সন্ধ্যায় ৬টার দিকে জানাজা শেষে কবর দেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন চাচা রেজাউল হক। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, অসাবধানতাবশত ভাতিজা নাঈম বিদ্যুৎস্পর্শে মারা যান। ভাতিজার মৃত্যু শোক সইতে না পেরে চাচাও স্ট্রোক করে মারা যায়। চাচা-ভাতিজা মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাঈমের চাচাতো ভাই রাজু বলেন, আমার চাচাতো ভাই নাইমের মৃত্যুর কারণে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে চাচা রেজাউল হক। এ ছাড়া নাইমের মৃত্যু তিনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। যার কারণে স্ট্রোক করে মারা যান তিনি।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে নাঈম নামের এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

6 hours ago
8









English (US) ·