ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী পন্টিংয়ের

2 months ago 36

শুক্রবার মাঠে গড়াচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার জমজমাট লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফল কী হবে? ভবিষ্যদ্বাণী করে রাখলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।

পন্টিংয়ের মতে, এবার ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। আইসিসি রিভিউ অনুষ্ঠানে এই ভবিষ্যদ্বাণী করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।

যদিও ভারতীয় দলের শক্তিমত্তাকে সমীহ করছেন পন্টিং। তবে তার চোখে এবার অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে এবং অনেক বেশি শক্তিশালী থাকবে।

২০২০-২১ মৌসুমেও বোর্ডার-গাভাস্কার সিরিজ নিয়ে একইরকম ভবিষ্যদ্বাণী করেছিলেন পন্টিং। সেবার ভারত এক ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল। প্রথম টেস্টে হেরেছিল। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

এমএমআর/এএসএম

Read Entire Article