পরমাণু হুমকিতে নতুন ভারত আর ভয় পায় না বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত ভীত নয়, আমরা ঘরে ঢুকে শত্রুকে শেষ করে আসতে পারি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) মোদির ৭৫তম জন্মদিনে মধ্যপ্রদেশে অনুষ্ঠিত জনসভায় অপারেশন সিঁদুরের সাফল্যের প্রশংসা করতে গিয়ে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তাদের সন্ত্রাসী শিবিরগুলোতে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনারা যে তাদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সে কথা স্বীকার করেছে ‘জইশ-ই-মহম্মদ’। জইশ-ই ইসলামাবাদের আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছে।
অপারেশন সিঁদুরের ওই সময়টাতে পাক সেনাপ্রধান আসিম মুনির বলেছিলেন, যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এবং বিশ্বের অর্ধেককে ধ্বংস করবে। এই কথাকে টেনে মোদি বলেন, এটা নতুন ভারত। আমরা কাউকে ভয় পাই না। আমরা ঘরে ঢুকে শত্রুকে শেষ করে আসতে পারি।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তারপরই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর মিলিয়ে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনারা। এই প্রত্যাঘাতের পর ভারতের সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যদিও ভারত সরকার জানায়, পাক-হামলা প্রতিহত করে পাল্টা আক্রমণ করেছে। তাতে পাকিস্তানের বিভিন্ন সেনাঘাঁটি ক্ষতিগ্রস্তও হয়।
২০২২ সালের পর প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে এটি তার দ্বিতীয় মধ্যপ্রদেশ সফর। মোদি বলেন, ভারতের কোটি কোটি মা ও বোনেরা আমাকে আশীর্বাদ করছেন। ধারেই দেশের বৃহত্তম সমন্বিত টেক্সটাইল পার্ক শিল্পে নতুন শক্তি আনবে এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রদান করবে।
প্রধানমন্ত্রী মোদি এই দিনের ঐতিহাসিক তাৎপর্য নিয়েও কথা বলেন। তিনি হায়দ্রাবাদ মুক্তি দিবসের কথা উল্লেখ করে বলেন, ১৯৪৮ সালের এই দিনে সর্দার প্যাটেলের দৃঢ় ইচ্ছাশক্তি দেখা গিয়েছিল যখন আমাদের সেনাবাহিনী হায়দ্রাবাদকে মুক্ত করেছিল এবং ভারতের গর্ব পুনরুদ্ধার করেছিল।
এই দিনটি ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন নিজামের শাসনামলে ভারতীয় ইউনিয়নের সাথে পূর্ববর্তী হায়দ্রাবাদ রাজ্য একীভূত হয়।