ভারত থেকে এলো ৪ টন কাজুবাদাম

3 months ago 9
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো চার টন কাজুবাদাম।  বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, চার টন কাজুবাদাম বন্দরে এসে পৌঁছেছে। ঈদ সামনে রেখে আমদানি কার্যক্রম আরও বাড়তে পারে। বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে কাজুবাদামগুলো বন্দর থেকে খালাস করা হবে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ভারতীয় ট্রাকে করে ৪০০টি টিনের বাকেটে মোট চার টন কাজুবাদাম বন্দরে এসে পৌঁছায়। প্রতিটি বাকেটে ১০ কেজি করে বাদাম রয়েছে। প্রতি কেজি কাজুবাদামের আমদানিমূল্য ধরা হয়েছে সাড়ে ৪ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪৫ টাকা ৭৬ পয়সা। রাজধানী ঢাকা উত্তরার টি আর ট্রেড এ বাদাম আমদানি করেছে। কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম কালবেলাকে জানান, সরকারি কোষাগারে নির্ধারিত রাজস্ব জমা দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান পণ্য খালাস করবে।
Read Entire Article