ভারতকে এশিয়া কাপের ট্রফি কবে দেওয়া হবে, জানাল এসিসি

11 hours ago 6
এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা জয়ের পরও ট্রফি না নেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভিকে চিঠি দিয়ে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছে।  জানা গেছে, বিসিসিআইয়ের সেই চিঠির জবাবে এসিসি প্রস্তাব দিয়েছে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ট্রফি হস্তান্তর করা হতে পারে। এসিসি ভারতের ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, ‘আপনারা যদি ট্রফি নিতে চান, তবে আমরা একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে সেটি তুলে দিতে পারি।’ গত ২৯ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়নি। জানা যায়, এ নিয়ে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ভারতের ক্রিকেটাররা এসিসি সভাপতি এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান। এক ঘণ্টা বিলম্বে শুরু হওয়া সমাপনী অনুষ্ঠানে ভারতের কুলদীপ যাদব, শিভম দুবে ও তিলক বর্মা ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা নেন রানার্সআপ অর্থ পুরস্কার। পরে কুলদীপ যাদব টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার ও অভিষেক শর্মা সাত ইনিংসে ৩১৪ রান করে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার লাভ করেন। তবে পুরো অনুষ্ঠান শেষ হয় ভারতীয় দলের হাতে ট্রফি না তুলে দিয়েই। সমাপনী অনুষ্ঠান সঞ্চালক সায়মন ডুল সেসময় বলেছিলেন, ‘আমাকে এসিসি জানিয়েছে, ভারতীয় দল তাদের ট্রফি গ্রহণ করবে না। সুতরাং এটিই ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষ।’ এদিকে, এ ব্যাপারে কোনো ছাড় দিচ্ছেন না এসিসি সভাপতি মহসিন নাকভি। ট্রফি বিতরণে তিনি অনড় অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, ফাইনালে পাকিস্তানকে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট করে ভারত। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ‘মেন ইন ব্লু’। 
Read Entire Article