এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ভারতীয় ব্যাটাররা বেশ ভুগিয়েছেন ইংল্যান্ডকে। সেই অভিজ্ঞতা থেকেই বোধ হয় এবার তারা একাদশে ফিরিয়েছে গতিতারকা জোফরা আর্চারকে। লর্ডস টেস্ট দিয়ে দীর্ঘ সাড়ে চার বছর পর টেস্টে ফিরছেন এই তারকা ইংলিশ পেসার।
আগামীকাল ১০ জুলাই লর্ডসে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট। সিরিজে বর্তমানে ১-১ সমতা রয়েছে।
আর্চার স্থলাভিষিক্ত হচ্ছেন জশ টাঙয়ের। সবশেষ টেস্টের একাদশে এই একটি পরিবর্তনই এনেছে ইংল্যান্ড।
এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৩টি টেস্ট খেলেছেন আর্চার, নিয়েছেন ৪২ উইকেট। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজে অভিষেকের পর থেকে টেস্টে তিনবার পাঁচ উইকেট শিকারের কীর্তি আছে আর্চারের।
লর্ডস টেস্টে ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্সে, জোফরা আর্চার, শোয়েব বশির।
এমএমআর/জেআইএম