ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৭৯ জনকে শিগগির ফেরানো সম্ভব: সচিব

1 month ago 14

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশের দুই ট্রলারসহ ৭৯ নাবিক আলাপ-আলোচনার মাধ্যমে শিগিগির ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব তিমুরের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র সচিব।

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশের দুই ট্রলারসহ ৭৯ নাবিককে ফেরানোর অগ্রগতি জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এ বিষয়ে আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছি এবং আলাপ-আলোচনা চলছে আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদের ফিরিয়ে আনার জন্য। আমাদের প্রত্যাশা, আলাপ-আলোচনার মাধ্যমে আমরা তাদের শিগগির ফিরিয়ে আনতে পারবো।

বাংলাদেশের সমুদ্রসীমার শেষ প্রান্তে মাছ আহরণের সময় ৭৯ নাবিকসহ দুটি ট্রলার জব্দ করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে সোমবার ভারতীয় কোস্টগার্ড।

জব্দ দুটি নৌযান হল এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫। এফভি লায়লা-২-এর মালিক প্রতিষ্ঠান এস আর ফিশিং। এফভি মেঘনা-৫ এর মালিক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি আন্তঃমন্ত্রণালয় একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই বিষয়টি আসবে তার পরবর্তীতে আমরা প্রক্রিয়াটা শুরু করবো।

আইএইচআর/এমআইএইচএস

Read Entire Article