ভারত থেকে পাচার করে আনার সময় চিংড়ির রেণুসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম জীবন হোসেন (২২)। তিনি কলারোয়া থানার হেলাতলা পোষ্টের তুলসীডাঙ্গা গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
কায়বা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. ফারুক শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস এর ২২ নম্বর সাব-পিলার থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে কায়বা গ্রামের কামারবাড়ি মোড়ে অভিযান চালায়। এসময় জীবন হোসেনকে ৫০ ঝুড়ি ভারতীয় চিংড়ির রেণু ও একটি পিকআপসহ আটক করা হয়। যার সিজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির নামে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. জামাল হোসেন/জেডএইচ/এএসএম