ভারতীয় পাইলটকে আটক করা সেই পাকিস্তানি মেজর নিহত

2 months ago 6
ভারতীয় পাইলট আভিনন্দন ভার্থামানকে আটক করা পাকিস্তানি মেজর সৈয়দ মোইজ আব্বাস শাহ নিহত হয়েছেন। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার সারারোগা এলাকায় এক সামরিক অভিযানে তিনি নিহত হন।  বৃহস্পতিবার (২৬ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার সারারোগা এলাকায় এক সামরিক অভিযানে পাকিস্তানি মেজর সৈয়দ মোইজ আব্বাস শাহ নিহত হয়েছেন। গত মঙ্গলবার (২৪ জুন) তিনি নিহত হন। তিনি ২০১৯ সালে বালাকোট বিমান হামলার সময় ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার আভিনন্দন ভার্থামান আটক করেছিলেন। বিবিসি জানিয়েছে, ২০২৯ সালের ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান ভারতের মিগ-২১ যুদ্ধবিমানকে ভূপাতিত করে। এ সময় অভিনন্দকে আটক করা হয়।  পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের সারারোগা এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এ অভিযানে নেতুত্ব দিচ্ছিলেন মেজর শাহ। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় সন্ত্রাসীদের ঘাঁটি নিশানা করে নিরাপত্তাবাহিনী হামলা চালায়। এতে ১১ সন্ত্রাসী নিগত হন। এ সময় আহত হন আরও অন্তত সাতজন।  আইএসপিআর জানিয়েছে, অভিযানে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এ সময় মেজর মোইজ আব্বাস শাহ ও ল্যান্স নায়েক জিবরানুল্লাহ নিহত হন।  পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, আব্বাস শাহ সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। তিনি বীরত্ব, ত্যাগ ও দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন। কর্তব্য পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি।  
Read Entire Article