ভারতীয় শাড়িবোঝাই ট্রাক আটক করলো জনতা

2 months ago 33

নেত্রকোণার বারহাট্টায় জনতার হাতে আটক ভারতীয় অবৈধ শাড়িবোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। বুধবার (৪ জুন) রাতে উপজেলার সিরাম ইউনিয়নের নৈহাটি বাজারের কাছ থেকে ট্রাকটি জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মহেশখলা সীমান্ত দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য আমদানি করে আসছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। তারা গভীর রাতে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজার সড়কটি নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে বারহাট্টা বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। পরবর্তীতে সিরাম ইউনিয়নের নৈহাটি বাজার থেকে আসা ভারতীয় বিভিন্ন শাড়িবোঝাই একটি ট্রাক আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে। মালামাল জব্দ তালিকা করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বারহাট্টা থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রায় অর্ধকোটি টাকার মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি উদ্ধার ও পরে জব্দ করা মালামাল আদালতে পাঠানো হয়েছে। চোরাচালান রোধে টহল জোরদার করেছে পুলিশ।

Read Entire Article