ভারতীয়রা সব জায়গায়, আমরাই বিশ্বকে শাসন করছি: হার্দিক

3 months ago 46

আয়ারল্যান্ডের বিপক্ষে আরো একবার ভারতীয় ব্যাটার ও বোলারদের দাপট দেখলো ক্রিকেটবিশ্ব। কেন এই টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার, সেটি প্রতিকূল পরিবেশেও প্রমাণ করেছে ভারত। আইরিশদের মাত্র ৯৬ রানে অলআউট করে দিয়ে ৮ উইকেটের জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে রোহিত শর্মারা।

গতকাল বুধবার রাতে (বাংলাদেশ সময়) আইরিশদের বিপক্ষে ম্যাচে পুরো গ্যালারি জুড়ে ছিল ভারতীয় দর্শকদের আধিক্য। ম্যাচে ৪ ওভার বল করে ২৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

আইরিশদের ব্যাটিং ইনিংস শেষে অলরাউন্ডার পান্ডিয়া অনেকটা দম্ভ করেই বলেন, ‘মাঠে এত দর্শক দেখাটা বেশ আনন্দদায়ক। আমরা ভারতীয়রা সব জায়গায়। আমরাই বিশ্বকে শাসন করছি। তাদের সমর্থন পেয়ে আমরা গর্বিত।’

বিশ্বকাপের শুরু থেকে আইপিএলের বাজে পারফর্মেন্সের কারণে সমালোচনা সহ্য করতে হয়েছে পান্ডিয়াকে। তবে প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন তিনি। জবাব দিয়েছেন সমালোচকদের।

ম্যাচে দারুণ বোলিং করা এই অলরাউন্ডার বলেন, ‘দেশের হয়ে খেলাটা সবসময়েই গর্বের। আক্সার প্যাটেল দারুণ ফিল্ডিং করেছে। দারুণ ক্যাচ নিয়েছে সে।’

আরআর/এমএইচ/এএসএম

Read Entire Article