ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৫ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ। তবে ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
বিজিবির অধিনায়ক জানান, রাতে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ওই বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সেই বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে।
তানভীর হাসান তানু/এফএ/এএসএম