ভারতে অনুপ্রবেশের সময় ১১ বাংলাদেশি আটক

2 months ago 78
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় নারীসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।  বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে কাঞ্চনপুর, বাঘাডাঙ্গা, পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১০ নারী ও ১ পুরুষ রয়েছেন। তারা সবাই গোপালগঞ্জ জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।  এদিকে মাঠিলা কুমিল্লাপাড়া লড়াইঘাট, বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৫৫ বোতল ভারতীয় মদ ও ১৯৬ পিস ভারতীয় যৌন উত্তেজক (ভায়াগ্রা) ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।    
Read Entire Article