অবৈধ পথে ভারতে যাওয়ার সময় যশোরের শার্শা সীমান্ত থেকে এক দম্পতিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শার্শার শিকারপুর সীমান্ত থেকে এ দম্পতিকে আটক করা হয়।
তারা হলেন, খুলনা সদরের শ্যামল মণ্ডলের ছেলে হৃদয় মণ্ডল (২২) ও হৃদয় মন্ডলের স্ত্রী ঐশি মণ্ডল (১৮)।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মাসুদ রানা জানান, বিজিবির একটি টহলদল ভারতে অনুপ্রবেশের সময় শিকারপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম