ভারতে আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আলোচনায়

2 weeks ago 14

ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠের পারফরম্যান্সে পার করছে দারুণ সময়। একের পরে এক জয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার মেসিদের খেলা সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে ভারতের ফুটবল সমর্থকদের। চলতি বছরেই প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে আসছে স্কালোনির দল।

আর্জেন্টিনার গণমাধ্যম সূত্রে জানা গেছে, নভেম্বরে কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসি-ডি মারিয়া-মার্টিনেজরা। ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম উল্লেখ করেছে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান নিশ্চিত করেছেন, এই ম্যাচে মেসিকেও খেলানো হবে। 

এএফএ সূত্রে জানা গেছে, আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারতে ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। আর এর জন্য তারা পাচ্ছে বড় অঙ্কের অর্থ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, কেরালায় মাত্র এক ম্যাচ খেলেই বাংলাদেশি টাকায় প্রায় ১৮১ কোটি টাকা নেবে মেসিরা। 

ভারতে মেসিদের আসা চূড়ান্ত হওয়ার পর থেকে সমর্থকদের মনে একটাই প্রশ্ন, কোন দল হবে স্কালোনির দলের প্রতিপক্ষ। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শোনা যাচ্ছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম। যদিও আর্জেন্টিনা ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এ আছে এমন কোনো দলের বিপক্ষে খেলতে আগ্রহ প্রকাশ করেছে। 

Read Entire Article