ভারতের হরিয়ানা রাজ্যের চণ্ডীগড়ে দীপাবলী উৎসব উপলক্ষে ব্যতিক্রমী এক উদাহরণ তৈরি করেছেন একটি কোম্পানির মালিক। ‘মিটস হেলথকেয়ার’ নামের প্রতিষ্ঠানটির কর্ণধার এম কে ভাটিয়া এবার ৫১ জন কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়েছেন।
কোম্পানির সদর দপ্তর চণ্ডীগড়ের পঞ্চকুলা এলাকায়। এম কে ভাটিয়া শুধু ব্যবসায়ী নন, সমাজসেবী হিসেবেও পরিচিত। তার প্রতিষ্ঠান মিটস হেলথকেয়ার ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং... বিস্তারিত