ভারতে না খেলার সিদ্ধান্তে এখনও অটল বিসিবি

আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি তাতে এখনও অটল রয়েছে সংস্থাটি।  বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাফ জানিয়ে দেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। তিনি জানান, বিসিবি ইতোমধ্যে দুই দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এবং নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি সোমবার বা মঙ্গলবারের মধ্যেই আইসিসি থেকে চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে।’ তিনি আরও জানান, ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির আপত্তি অত্যন্ত দৃঢ়। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে। দ্বিতীয় দফায় বিসিবির দেয়া চিঠির জবাব আইসিসি কবে নাগাদ দিতে পারে সে ব্যাপারে ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘সহজ অঙ্ক হিসাব করলে আজকে (গতকাল) ত

ভারতে না খেলার সিদ্ধান্তে এখনও অটল বিসিবি

আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি তাতে এখনও অটল রয়েছে সংস্থাটি। 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাফ জানিয়ে দেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। তিনি জানান, বিসিবি ইতোমধ্যে দুই দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এবং নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি সোমবার বা মঙ্গলবারের মধ্যেই আইসিসি থেকে চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে।’ তিনি আরও জানান, ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির আপত্তি অত্যন্ত দৃঢ়। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে।

দ্বিতীয় দফায় বিসিবির দেয়া চিঠির জবাব আইসিসি কবে নাগাদ দিতে পারে সে ব্যাপারে ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘সহজ অঙ্ক হিসাব করলে আজকে (গতকাল) তো দুবাই বন্ধ। তাই হয়তো সোম-মঙ্গলবারের দিকে (জবাব পাওয়া যাবে)। তারা অনেক পেশাদার প্রতিষ্ঠান তো। তাই লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না।’

গুঞ্জন উঠেছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বলেন, ‘ভারতের অন্য ভেন্যুগুলো ভারতেরই অংশ। তবে এ ধরনের কোনো প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে আসেনি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow