ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

2 weeks ago 4

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বরাবরই আলোচনায় থাকেন তার কাজ ও উপস্থিতির জন্য। এবার আলোচনায় এলেন অন্য এক কারণে-ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে নতুন ভৌতিক সিনেমা ‘পরীমণি’ নামে। তবে এটি একেবারেই কাকতালীয় নাম; বাংলাদেশের অভিনেত্রীর সঙ্গে এই সিনেমার কোনো সম্পর্ক নেই।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন দীপাবলি উপলক্ষে আগামী অক্টোবরেই মুক্তি পাবে ছবিটি। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে। নির্মাতাদের দাবি, ‘পরীমণি’ শুধু ভয়ের গল্প নয়, বরং সমাজের লুকানো সত্য উন্মোচনেরও এক প্রয়াস।

গল্পের কেন্দ্রে রয়েছে এক কিশোরী ‘পরী’। সাধারণ জীবনযাপনের আড়ালে তার অতীতে লুকিয়ে আছে ভয়ের, অপরাধের, ভালোবাসার এবং দায়বদ্ধতার নানা অধ্যায়। অতিপ্রাকৃতিক আবহের মধ্য দিয়েই ধীরে ধীরে উন্মোচিত হবে সেই অজানা কাহিনি।

পরিচালক সৌভিক দে বলেন, “প্রথমে ‘পরীমণি’ ছিল কেবল একটি হরর কনসেপ্ট। কিন্তু কাজ এগোতে এগোতে বুঝলাম, ভয়টাই আসল বিষয় নয়। সমাজের যে গভীর অন্ধকার আমরা প্রতিদিন এড়িয়ে যাই, সেই আবরণ ভেদ করে সত্য তুলে ধরাই হবে সিনেমার উদ্দেশ্য।”

এই ছবিতে তনুশ্রী চক্রবর্তী অভিনয় করছেন ‘পরী’র মায়ের চরিত্রে। এছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, প্রজ্ঞা গোস্বামীসহ একঝাঁক শিল্পী। সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে, এখন চলছে মুক্তির প্রস্তুতি।

Read Entire Article