ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেপ্তার

3 months ago 7

ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১৯ মে) দুপুর ১২টার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ মে) বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের উদ্দেশ্যে ইমিগ্রেশনে আগমন করলে ওই ব্যক্তির পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, সোমবার দুপুরে ওই যুবলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে। এ সময় সে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে যাবার পর পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার জামিল আহম্মেদকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

উল্লেখ্য, ভারতে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্ত পথে অনেকেই পালাচ্ছেন ওপারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এদের কেউ কেউ ধরা পড়লেও অধিকাংশই বিভিন্ন কৌশল অবলম্বন করে পাড়ি জমাচ্ছেন ভারতে।
 

Read Entire Article