ভারতের অধিনায়ক হিসেবে কার্তিকের নাম ঘোষণা!

1 hour ago 1
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন দিনেশ কার্তিক। ভারতের এই সাবেক ক্রিকেটারকে আবারও ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হলো। তবে মূল জাতীয় দল নয়; হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে তাকে। কার্তিকের অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হংকং ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে তারা বলে, ‘হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে কার্তিকের নাম ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা, অধিনায়কের গুণ ও বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে এই টুর্নামেন্টের মান অনেক বাড়াবে কার্তিক।’ ভারতীয় দলের অধিনায়ক হতে গর্বিত কার্তিকও। তিনি বলেন, ‘হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক হওয়া গর্বের। এই টুর্নামেন্টের মান যথেষ্ট ভালো। আমাদের দলে দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে। তাদের নেতৃত্ব দেওয়া আমার কাছে আনন্দের। আশা করছি, একটা দল হিসেবে আমরা ভালো খেলব। দর্শকদেরও আনন্দ দিতে পারব।’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইপিএল থেকেও অবসর নিয়েছেন কার্তিক। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন তিনি। চলতি বছর পার্ল রয়্যালসের হয়ে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগেও খেলেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।  হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজের দলে রবিচন্দ্রন অশ্বিনকে পাবেন কার্তিক। গতবার প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল ভারত। একটি ম্যাচও জিততে পারেনি। তবে এবার ভালো কিছু করার লক্ষ্য ভারতের। 
Read Entire Article