ভারতের কাছে হারে পিচের দোষ দেখছেন না পাকিস্তান কোচ

3 months ago 45

মাত্র ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাঁচামরার ম্যাচেও জিততে পারেনি পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বাগে পেয়েও ৬ রানে হেরে যায় বাবর আজমের দল।

মর্যাদার লড়াইয়ে এই হারে চারদিক থেকে দুয়োধ্বনি ধেয়ে আসছে পাকিস্তানের দিকে। অনেকে পিচেরও দায় দেখছেন। তবে পাকিস্তান কোচ এক্ষেত্রে দ্বিমত প্রকাশ করেছেন। পাকিস্তানের এমন হারে পিচের দায় দেখছেন না তিনি।

নাসাউ কাউন্ট ক্রিকেট স্টেডিয়ামের পিচ এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মূল কারণ পিচের অদ্ভুত আচরণ।

পাকিস্তানের হেড কোচ গ্যারি কারস্টেন বলেন, ‘আমার কাছে এটাকে বাজে মনে হয়নি। কিছু কিছু বল একটু বাউন্স হয়েছে, তবে সব না। তবে বল কিছুটা নিচু হয়ে এসেছে। আমরা এই রান তাড়া করতে সমর্থ ছিলাম। যদিও মাঠ কিছুটা ধীরগতির ছিল। তবে এটা এমন বড় লক্ষ্য নয়।’

নিউইয়র্কের পিচ নিয়ে এর আগে শ্রীলঙ্কা অভিযোগ জানিয়েছে আইসিসির কাছে। কারস্টেন বলেন, ‘এই পিচে ১৪০ অনেক ভালো রান। ভারত এই রান করতে পারেনি। সবসময়ে ছক্কা-চার হবে, ২৩০-২৪০ হবে এমন না। ১২০ রানেও উপভোগ্য ম্যাচ হতে পারে। তাই আমার মনে হয় না এই পিচ অতটা খারাপ।’

আরআর/এমএমআর

Read Entire Article