ভারতের কুম্ভমেলায় আগুন, ছড়িয়ে পড়েছে আতঙ্ক

2 hours ago 1

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় বড় আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ একটি তাবুতে আগুন দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর পুরো মেলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাঁবুগুলোর ভেতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একদিকে অনেকগুলো তাঁবুতে দাউদাউ করে আগুন জলছে এবং লোকজন নিরাপদ স্থানে যাওয়ার জন্য ছোটাছুটি করছে। জ্বলন্ত তাবুগুলো থেকে বেশকিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

আনন্দবাজার জানয়েছে, আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে ও তীব্রতা বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ৬টি ট্রাক নামানো হয়েছে। পুলিশ ও এনডিআরএফ দল আশপাশের এলাকা খালি করতে কাজ করছে। 

খবরে বলা হয়, মেলার ৫ নম্বর সেক্টর থেকে শুরু হওয়া আগুন ধীরে ধীরে ১৯ ও ২০ নম্বর সেক্টরে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত আশপাশের তাঁবুগুলোতেও ছড়িয়ে পড়ে। 

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এটি প্রতি ১২ বছর পর পর আয়োজন করা হয়। যমুনা নদীর তীরে আয়োজিত এ মেলায় মোট ৪৫ কোটি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। 
 

Read Entire Article