ভারতের দিকে মাথা ঝুঁকে ক্ষমতায় আসার চেষ্টা জনগণ মেনে নেবে না

7 hours ago 6

জামায়াতে ইসলামির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারো প্রচেষ্টাকে মেনে নিবে না বাংলাদেশের জনগণ। যে ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনও সহ্য করেনি।

শুক্রবার (২৫ জানুয়ারি) কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচনের পূর্বে জরুরি সংস্কার। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নিবে না।

দীর্ঘ ৩৬ বছর পর মনোহরগঞ্জ জামায়াতে ইসলামির এ কর্মী সম্মেলনকে ঘিরে অনুষ্ঠানস্থলে দলীয় নেতাকর্মীদের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

বক্তব্যে নেতারা কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তির দাবি জানান।

মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শুরা ও দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, জেলা জামায়াতে সেক্রেটারি জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

Read Entire Article