ভারতের মহারাষ্ট্রে ৮ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

4 hours ago 6

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ভারতে বসবাসের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ শনি এবং রোববার থানে জেলার ভিওয়ান্ডি শহরের কালহার এবং কোনগাঁও এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এক নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে।

থানে পুলিশের এক মুখপাত্র জানান, গ্রেপ্তার বাংলাদেশিরা ভারতে বসবাসের জন্য প্রয়োজনীয় বৈধ নথি দেখাতে পারেননি। এ কারণে তাদের বিরুদ্ধে ভারতীয় বিদেশি নাগরিক আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনের আওতায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন শ্রমিক, একজন রাজমিস্ত্রি এবং একজন প্লাম্বারের কাজ করতেন। বাকিরা ভাঙারি মাল বিক্রির কাজ করতেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের আদালতে তোলা হবে এবং ভারতীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের ঘটনা ভারতে অবৈধ অভিবাসন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আইনি জটিলতার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।

Read Entire Article