ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে

1 month ago 22

ভারতের মিডিয়ার সমালোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না।

তিনি বলেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে, তা ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে।

ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ১৯৮৫ সালে প্রথম এ দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এ সংখ্যা ৬৫ হাজারের উন্নীত করা হবে।

ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে

ফায়ার সার্ভিসের প্রশংসা করে তিনি বলেন, সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা সর্বদা তৎপর থাকেন। ফায়ার সার্ভিস সবসময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ কর্মকর্তারা।

উদ্ধােধন শেষে ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ, বিভিন্ন সরঞ্জামাদি পরিদর্শন ও ২২ ভলান্টিয়ারের মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসআর/জিকেএস

Read Entire Article