ভারতের ষড়যন্ত্র মোকাবিলা করতে দেশের মানুষ ঐক্যবদ্ধ : রিজভী

2 weeks ago 13

ভারতের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে দেশের মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করা হয়নি। দেশের বিরুদ্ধে এ যড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ স্লোগানকে সামনে রেখে ভারতীয় পণ্য বয়কট কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
রিজভী বলেন, আমরা ভারতের পণ্য বর্জন করছি  কারণ তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে। সে বন্ধুত্বে জোড়ে শুভেন্দু- মমতারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 

ভারতে চিকিৎসা বন্ধের হুমকির প্রেক্ষিতে রিজভী আরও বলেন, মনে করেছেন- বোধহয় বাংলাদেশের মানুষ এতে অস্থির হয়ে গেছে। না, বাংলাদেশের মানুষ আনন্দিত এখন। আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, অনেক হাসপাতাল আছে, আপনারা কিসের অহংকার করেন। এখন বাংলাদেশের মানুষ প্রয়োজন হলে দেশেই চিকিৎসাসেবা নিবে। 

তিনি বলেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন ভারতের কাছে বাংলাদেশ জিম্মি থাকার মতো অবস্থায় ছিল। জুলাই বিপ্লবের পর আবার একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে ভারত। তবে আমরা এক ও ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব। লড়াই করব, সংগ্রাম চালিয়ে যাব। রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান নেতাকর্মীদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম মানিক, দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি সহসভাপতি আলী হোসেন প্রমুখ।

Read Entire Article