ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি ও সমঝোতা পুনর্বিবেচনার বিষয়টি সময়সাপেক্ষ ব্যাপার বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ভারতের সঙ্গে হওয়া চুক্তিগুলো রিভিউ (পুনর্বিবেচনা) করা হবে, গত ১০০ দিনে কোনো রিভিউ হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে যেসব এগ্রিমেন্ট ও এমওইউ সই হয়েছে সেগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সে কারণে সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। যেটা একটু সময়সাপেক্ষ ব্যাপার। গত ১০০ দিনে হয়তো এ ব্যাপারে অগ্রগতি সীমিত। কিন্তু আশা করছি, আগামী দিনগুলোতে এ ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার অবকাশ রয়েছে।
ভারতের ভিসা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের ভিসা সেন্টার আসলে খোলা আছে। তারা মেডিকেল ও স্টুডেন্ট ভিসায় অগ্রাধিকার দিচ্ছে। বারবার তারা জনবল সংকটের কথা বলে আসছে। আশা করছি, তারা এ সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে।
আইএইচআর/এমএএইচ/জিকেএস