ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিশংসনে সংসদে ভোট

17 hours ago 6

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক সুকে অভিশংসনের জন্য সংসদে ভোটাভুটি হয়েছে। এর আগে বিরোধীরা তার বিরুদ্ধে অভিশংসনের বিল উত্তাপন করে।

দক্ষিণ এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এতে দেশটির মুদ্রার মূল্যও পতনের দিকে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সংসদে ৩০০ সদস্যের মধ্যে ১৯২ জন অভিশংসন ভোটে অংশ নেন। তবে সরকার দলীয় সদস্যরা ভোট বয়কট করেছেন।

প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অভিশংসনের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন প্রধানমন্ত্রী হ্যান। সামরিক আইন জারির পর ইউলকে সংসদে অভিশংসন করা হয়।

আইন অনুযায়ী, হ্যান যদি অভিশংসিত হন তাহলে অর্থমন্ত্রী চোই সাং-মোক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

এর আগে বৃহস্পতিবার বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি হুমকি দিয়ে জানায়, যদি দ্রুত সাংবিধানিক আদালতে তিন বিচারকে নিয়োগ দেওয়া না হয় তাহলে তাকে অভিশংসনে বিল উত্থাপন করা হবে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

Read Entire Article