ভালুকায় অগ্নিকাণ্ডে ১৮ বাসা পুড়ে ছাই

12 hours ago 11

ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ভালুকা সিডস্টোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, রাত ৮টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সিডস্টোর বাজার এলাকায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টায় সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, আশপাশে ৫ কিলোমিটারের মধ্যে কোনো পানি নেই। বাসাগুলো হাফ বিল্ডিং। একটার সঙ্গে আরেকটা প্রায় ঘেঁষা। ভেতরে প্রবেশ করার মতো রাস্তাও নেই। একসঙ্গে চার শতাধিক বাসা রয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছার কারণে ১৮টি বাসা পুড়লেও অন্যগুলো অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কামরুজ্জামান মিন্টু, এমডিকেএম/এমআরএম

Read Entire Article