প্রথম দুই টি-টোয়েন্টি জয়ের কৃতিত্বের বেশিরভাগেই অংশীদার বোলাররা। তারা প্রমাণ করেছেন, মাঝারি ও কম পুঁজি নিয়েও ওয়্স্টে ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতা যায়। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তাদেরই মাটিতে হারানো যায়।
প্রথম টি-টোয়েন্টিতে ১৪৭ রানের মাঝারি পুঁজি আর দ্বিতীয় ম্যাচে ১২৯ রানের মামুলী সংগ্রহ নিয়েও দল জিতিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও তানজিম সাকিবরা।
তির্যক ভাষায় বললে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম ম্যাচ জয়ের রূপকার ও স্থপতি বোলাররাই। ব্যাটারদের অবদান সামান্যই। বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) প্রথম ওয়ানডেতে ওপেনার সৌম্য সরকারের ৩৪ বলে ৪৩ রানই ছিল সর্বোচ্চ। দ্বিতীয় ম্যাচে শামীম হোসেনের হার না মানা ৩৫ রানই ছিল সর্বোচ্চ।
দেখার বিষয় ছিল, শেষ ম্যাচেও বোলাররাই ম্যাচের ভাগ্য গড়ে দেন, নাকি ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে ব্যাটাররা জ্বলে উঠে দলের সাফল্যে বড় অবদান রাখেন?
অবশেষে আজ শুক্রবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিংটা ভালো হয়েছে বাংলাদেশের। ভালো করার কৃতিত্ব জাকের আলী অনিকের।
মিডলঅর্ডার এই ব্যাটার পুরো চিত্র পাল্টে দিয়েছেন বিধ্বংসী খেলে। পাশাপাশি ইনজুরিতে ছিটকে পড়া সৌম্য সরকারের জায়গায় ওপেন করা আরেক বাঁহাতি পারভেজ হোসেন ইমনও ইতিবাচক ধারায় খেলে শুভ সূচনায় রেখেছেন কার্যকর ভূমিকা। বেশ কয়েকদিন পর খেলতে নেমে নতুন বলটা বেশ দক্ষতা ও স্বাচ্ছন্দ্যে সামলেছেন ইমন।
ইমনের আক্রমণাত্মক ব্যাটিং ভালো শুরুর পথে এগিয়ে দিয়েছে অনেকটা। তার ২১ বলে ৩৯ রানের ইনিংসটা পরবর্তী ব্যাটারদের সাহস বাড়িয়ে দিয়েছে। মেহেদী হাসান মিরাজও ২৩ বলে ২৯ রান স্কোরবোর্ড সচল রাখতে সহায়তা করেছেন।
কিন্তু আসল কাজ করেছেন জাকের আলী। তার ব্যাটিংয়েই নতুন প্রাণের সঞ্চার হয়েছে দলে। আগের দুই ম্যাচে ছিল রানখরা, সেখানে জাকের আলীর ব্যাট থেকে রান বন্যা, ছক্কা-চারের নহর বয়ে যাওয়া ছিল দারুণ ইতিবাচক। ফলশ্রুতিতে বাংলাদেশের স্কোরলাইনও বড় হয়েছে। যে কারণে শেষ ম্যাচে বাংলাদেশ পায় ১৮৯ রানের বড় পুঁজি।
লড়াই করার মতো স্কোর পেয়ে বোলাররাও হয়েছেন আত্মবিশ্বাসী। বাড়তি সাহসে বলিয়ান হয়ে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শেখ মেহেদী, হাসান মাহমুদরা দ্বিগুণ উৎসাহে বোলিং করে দলকে উপহার দিয়েছেন ৮০ রানের বড় জয়।
এ ম্যাচের মাধ্যমে দেশের ক্রিকেট থেকে একটি বার্তা পাওয়া যায়। সেটা হলো- ব্যাটিং ভালো ও স্কোরকার্ড মোটা-তাজা থাকলে বোলাররা এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত ও কার্যকর।
এআরবি/এমএইচ/এএসএম