নাহিদ হোসাইন
১.
তোমার কণ্ঠ যেন ভোরের পাখি,
আলাপনে নিজেকে মুগ্ধ করে রাখি।
২.
তুমি এলে বাড়ে হৃৎস্পন্দন,
চোখের ইশারায় খুঁজে পাই আবহন।
৩.
আমার সব কবিতার ছন্দে তোমার বিচরণ,
তোমার হাসি যেন রংধনুর আভরণ।
৪.
আড়চোখে তাকিয়ে কথা বলো,
এসো হাত ধরে কিছুটা পথ চলো।
৫.
নির্ঘুম রাতে তোমার জানালায় গিয়ে বলবো, ‘ভালোবাসি’।
প্রণয়ের অনুভূতি মুঠোবন্দি থাকুক, হে প্রেয়সী।
এসইউ/এএসএম