ভালোবাসার সুতানাল দিঘি

5 days ago 6
শেরপুরের নালিতাবাড়ীতে এক নারীকে ভালোবেসে ৬০ একর জমিতে দিঘি খনন করেন এক রাজা। ঐতিহাসিক অপরূপ এ দিঘিটির নাম সুতানাল, কমলা রানী বা বিরহিণী দিঘি। তবে এলাকায় সুতানাল পুকুর নামে পরিচিত। দিঘিটি কে কখন কোন উদ্দেশ্যে খনন করেছিলেন তার ইতিহাসনির্ভর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এলাকার প্রবীণদের কাছ থেকে জানা যায়, মোগল আমলের শেষের দিকে এ গ্রামে সামন্ত রাজার বাড়ি ছিল। আবার কেউ বলেন এখানে বৌদ্ধ বিহার ছিল। কথিত আছে সামন্ত রাজার স্ত্রী কমলা রানীকে ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। রানী তখন রাজাকে বলেন, ভালোবাসার নিদর্শন হিসেবে আপনি এমন কিছু করুন যা যুগযুগ ধরে মানুষ মনে রাখে। সে মতেই রাজা
Read Entire Article